ফ্লাইওভারের গার্ডারে লেগে খুলে গেল বাসের ছাদ
শনিবার বিকাল সোয়া ৫টার দিকে মাটিকাটা চেক পোস্ট থেকে ইসিবি চত্বরে যাওয়ার সময় বাজারের মুখে এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।
প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর ক্যান্টনমেন্টের মাটিকাটায় জিল্লুর রহমান ফ্লাইওভারের পাশ দিয়ে যাওয়ার সময় গার্ডারের সঙ্গে লেগে একটি বাসের ছাদ বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার বিকাল সোয়া ৫টার দিকে মাটিকাটা চেক পোস্ট থেকে ইসিবি চত্বরে যাওয়ার সময় বাজারের মুখে এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দ পেয়ে এগিয়ে গিয়ে তারা দেখেন বাসের ছাদের একপাশ মাটিতে পড়ে আছে। দুর্ঘটনার পর আশপাশের অনেকেই বাসের গতি নিয়ে প্রশ্ন তুলছিলেন। তারা বলছিলেন, কতটা গতি চালালে বাসের ছাদ খুলে যেতে পারে? তাও আবার ঢাকার ভেতরের একটি গুরুত্বপূর্ণ রাস্তায়। এ ব্যাপারে কথা বলতে ক্যান্টনমেন্ট থানায় যোগাযোগ করা হয়। সেখান থেকে জানানো হয়, ঘটনাস্থল ভাসানটেক থানা এলাকায় পড়েছে।
ভাসানটেক থানার এসআই মামুন কাজী রাতে যুগান্তরকে বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিলেন না। তবে বাসটি কোন কোম্পানির তা তিনি জানাতে পারেননি।