ফরিদপুরে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম নিউজ ফরিদপুর : ফরিদপুরের মধুখালী উপজেলায় বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ মে) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মধুখালী উপজেলার বাগাট গ্রামের বিশ্বাসপাড়া এলাকার বাদশা বিশ্বাসের ছেলে জুবায়ের বিশ্বাস (১৭), ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (১৮) এবং মজিবর সরদারের ছেলে মিম সরদার (১৭)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্য ওই তিনজন কামারখালী থেকে একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এসময় বাগাট পশ্চিমপাড়া নবাব আলীর বাড়ির সামনে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।