প্রথম নিউজ, খেলা ডেস্ক: ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) অক্টোবরের ফিফা উইন্ডোর পর ফুটবলের র্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে বড় সুখবর পেয়েছে বাংলাদেশ জাতীয় দল। নির্বাচনী ব্যস্ততা থাকায় অক্টোবর উইন্ডোতে কোনো ম্যাচ না খেললেও র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ফুটবলের র্যাঙ্কিং হালনাগাদ করে ফিফা। সেখান থেকেই এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সেপ্টেম্বরে প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান করছিল ১৮৬তম স্থানে। অক্টোবরে এক ধাপ এগিয়ে লাল-সবুজের জার্সিধারীদের অবস্থান ১৮৫ নম্বর।
অথচ সেপ্টেম্বরে ফিফা র্যাঙ্কিং বাড়াতে ভুটানে গিয়ে দুই ধাপ পিছিয়ে যায় বাংলাদেশ দল। সেবার ১৮৪ স্থানে থেকে ভুটানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখে বাংলাদেশ। এতে করে একসঙ্গে দুই ধাপ নিচে নেমে যায় বাংলাদেশ। এতে করে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান গিয়ে দাঁড়ায় ১৮৬ নম্বরে।