ফিটনেস ট্রেইনারকে শোকজ বাফুফের

ফিটনেস ট্রেইনারকে শোকজ বাফুফের

প্রথম নিউজ, ডেস্ক : বাফুফের অস্ট্রেলিয়ান ফিটনেস ট্রেইনার ইভান রাজলভ। তিনি নারী দলের সঙ্গেও ছিলেন। চলমান ফিফা প্রীতি সিরিজে অবশ্য তিনি কাজ করছেন না। এজন্য বাফুফে থেকে আজ শোকজ করা হয়েছে। 

আজ দুপুরে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। সেই সময় পল স্মলির পদত্যাগ ও ফিটনেস ট্রেইনারের কাজ না করার প্রসঙ্গ আসে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, 'সে ( ফিটনেস কোচ) নেই এটা শোনার পরপরই আমি তাকে শোকজ করতে বলেছি। শোকজের উত্তর মনঃপুত না হলে বরখাস্ত করা হবে।'


নারী দলের সংবাদ সম্মেলনে বাফুফের নির্বাহী সদস্য ও মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ইভান প্রসঙ্গে বলেছিলেন, 'পল ট্যাকনিক্যাল ডাইরেক্টর সে ইভানকে নারী দলের সঙ্গে এবার কাজ করার অনুমতি দেয়নি।' কিরণের এই মন্তব্যের প্রেক্ষিতে ইভান বলেন, 'আমি কয়েক সপ্তাহ আগেই ইমরানকে ( ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক) কিছু বিষয় নিয়ে ইমেইল করেছি। সেই কারণে আমি কাজ করিনি। এর সঙ্গে পল যুক্ত নয়।' 

বাফুফের সঙ্গে যোগাযোগ করে জানা যায় পলের মতোই ইভান কাজের পরিবেশ নেই বলে অভিযোগ করেন। বাফুফের বৃটিশ ট্যাকনিক্যাল ডাইরেক্টর পল স্মলির মাধ্যমেই ফিটনেস কোচ ইভানের বাংলাদেশে আগমন৷