পাহাড়ি ঢলে দুর্গাপুরে বন্যা, পৌরশহরে চলছে নৌকা
নেত্রকোনার দুর্গাপুরে কয়েক দিনের টানা বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
প্রথম নিউজ, নেত্রকোনা : নেত্রকোনার দুর্গাপুরে কয়েক দিনের টানা বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদীতে স্থায়ী বেড়িবাঁধ না থাকায় উপজেলার গাওকান্দিয়া, কুল্লাগড়া, বিরিশিরি ইউনিয়নের প্রায় হাজারও মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। শুক্রবার দুপুরে ওই এলাকা পরিদর্শন করে এমন চিত্রই দেখা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, টানা বর্ষণ ও উজান থেকে আসা পানি ভোর থেকেই পৌর শহরের চরমোক্তারপাড়া, মুজিবনগর আবাসন, দক্ষিরপাড়া আবাসন, চকলেঙ্গুরা ও শিবগঞ্জ বাজারে প্রবেশ করতে শুরু করে। কিছু কিছু এলাকায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় শহরের দোকানপাট প্রায়ই বন্ধ হয়ে যায়। চরম ঝুঁকিতে রয়েছে বিরিশিরি ও দক্ষিণ ভবানীপুর এলাকার নিম্নাঞ্চলগুলো।
মাদ্রাসা, মসজিদসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় পানি ঢুকে পড়ায় পবিত্র জুমার নামাজ আদায়ে সমস্যায় পড়েন মুসল্লিরা। পৌরশহরে নৌকা নিয়ে চলাচল করতে দেখা যায় অনেককে। কুল্লাগড়া ইউনিয়নের কুড়ালীয়া গ্রামের আব্দুর রহমান জানান, নদী ভাঙনের ফলে ঘর-বাড়ি বিলীন হয়ে গেছে। অন্যের জায়গায় ঘর করে বাস করছেন। এলাকাবাসীর অভিযোগ, সোমেশ্বরী নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ শুরু হলেও কাজের মান নিয়ে রয়েছে নানা অভিযোগ। জরুরিভিত্তিতে বাঁধ নির্মাণে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা। বন্যা পরিস্থিতি নিয়ে পৌর মেয়র আলাউদ্দিন আলাল যুগান্তরকে বলেন, বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছে। নিম্ন এলাকার পানিবন্দিদের মাঝে শুকনো খাবার বিতরণ অব্যাহত রয়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত জানান, ওই এলাকায় নদী ভাঙনের খবর পেয়ে প্রতিনিধি পাঠানো হয়েছে। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews