পহেলা বৈশাখে বিকাল ৪টার মধ্যে রমনা ত্যাগের নির্দেশ

পহেলা বৈশাখে বিকাল ৪টার মধ্যে রমনা ত্যাগের নির্দেশ

প্রথম নিউজ, ঢাকা: বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে রমনা পার্কসহ রাজধানীকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। এসময় বিকাল ৪টার মধ্যে সবাইকে রমনা পার্ক ত্যাগ করার নির্দেশ দিয়েছেন তিনি। আজ সকালে রমনা পার্কে পহেলা বৈশাখের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। 

ডিএমপি কমিশনার বলেন,  বাঙালি সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলবে। তবে পহেলা বৈশাখ ঘিরে সুনির্দিষ্ট হামলার কোনো হুমকি নেই। তবে শাহবাগ থানায় দাজ্জাল বাহিনী নামে এক দুর্বৃত্ত একটি উড়ো চিঠি পাঠিয়েছে। দাজ্জাল বাহিনী নামে বাংলাদেশে কোন জঙ্গি সংগঠন নেই বলে জানান তিনি।