শহীদ মিনারে জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ, শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ

প্রথম নিউজ, ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাতে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে। আজ সকাল ১০টার পর বারডেমের হিমঘর থেকে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ এই বীরমুক্তিযোদ্ধার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। শহীদ মিনারে রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধার কফিনে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেয়া হবে। দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ শহীদ মিনারে রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য। এরপর মরদেহ নেয়া হবে সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে বেলা আড়াইটায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আগামীকাল শুক্রবার সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হবে সাভার গণবিশ্ববিদ্যালয়ে। শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জুমা তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাকে সমাহিত করা হবে নাকি তার দেহ মেডিকেল কলেজে দান করা হবে সে বিষয়ে আজ পারিবারিক সিদ্ধান্ত জানানো হবে।