পিস্তলসহ যুবক গ্রেফতার: আদালতে প্রেরন
গ্রেফতার নুর আলম ডেমরার হাজীনগর এলাকার মৃত শাখাওয়াত হোসেনের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে শুক্রবার থানায় মামলা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রথম নিউজ,ঢাকা: রাজধানীর ডেমরায় অস্ত্রসহ মো. নুর আলম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে হাজীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে নুর আলমের সহযোগীরা পালিয়ে যান।
গ্রেফতার নুর আলম ডেমরার হাজীনগর এলাকার মৃত শাখাওয়াত হোসেনের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে শুক্রবার থানায় মামলা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
র্যাব-৩ এর বরাতে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে হাজীনগর এলাকার আল আমিন গলিতে অস্ত্র বেচাকেনার বিষয়ে আলোচনা করছিলেন নুর আলমসহ কয়েকজন। এ সময় র্যাব অভিযান চালিয়ে নুর আলমকে গেফতার করে। এ সময় কয়েকজন পালিয়ে যান। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়িতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews