পুলিশ-র‌্যাবকে হুমকি দেওয়া যুবক অস্ত্রসহ গ্রেফতার

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ-র‌্যাবকে হুমকি দেওয়া যুবক অস্ত্রসহ গ্রেফতার

প্রথম নিউজ, খুলনা: খুলনায় পুলিশ ও র‌্যাবকে হুমকি দেওয়া মো. রাশেদ খাঁ (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, গুলি ও ৭০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার দিনগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে খুলনা থানার দক্ষিণ টুটপাড়া এলাকা থেকে মো. রাশেদ খাঁকে গ্রেফতার করা হয়। সে গোপালগঞ্জের কাঠীবাজার এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর খাঁর ছেলে।

ওসি আরও বলেন, রাশেদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে। সে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ ও র‌্যাবকে হুমকি দিয়ে একটি তৈরি করে বিভিন্নজনের কাছে পাঠায়, যা পরে ভাইরাল হয়।