পুলিশের হামলা ও মামলার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১১ টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় সিদ্ধিরগঞ্জপুল- জালকুড়ি সড়কে এই কর্মসূচিটি পালন করে।
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের কাঁচপুরে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় নেতাকর্মীদের উপর পুলিশের হামলা, গুলি সাথে সংঘর্ষের ঘটনায় মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতা কর্মীরা। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১১ টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় সিদ্ধিরগঞ্জপুল- জালকুড়ি সড়কে এই কর্মসূচিটি পালন করে। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি এস এম আসলাম, সহ-সভাপতি ডিএস বাবুল, সহ-সভাপতি রওশন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক কাউন্সিলর ইকবাল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সহ-যুব বিষয়ক সম্পাদক মাহবুব হোসেন, বিএনপি নেতা শফির হোসেন, মহিউদ্দিন সিকদার, পলাশ, শহিদুল্লাহ, মন্না, মহিদুল ইসলাম ও জামান মির্জা প্রমুখ। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য কর্মসূচিটি শেষ করা হয়।