পরিষেবা বিল প্রত্যাহার দাবিতে এক ব্যানারে আ’লীগ-বিএনপি শ্রমিকনেতারা

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেত হয়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।  

পরিষেবা বিল প্রত্যাহার দাবিতে এক ব্যানারে আ’লীগ-বিএনপি শ্রমিকনেতারা

প্রথম নিউজ, ময়মনসিংহ : ‘দুনিয়ার মজদুর এক হও’ এই শ্লোগান দিয়ে জাতীয় সংসদে উত্থাপিত অত্যাবশ্যক পরিষেবা বিল-২০২৩ প্রত্যাহারের দাবি জানিয়ে এক ব্যানারে কর্মসূচি পালন করেছে ক্ষমতাসীন আওয়ামীলীগ, বিএনপি, জাসদ, সমাজতান্ত্রিক দল’সহ শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদের (স্কপ) নেতারা।  এ সময় সর্বদলীয় শ্রমিক নেতারা এই বিতর্কিত বিল প্রত্যাহার চেয়ে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেত হয়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।  

পরে স্কপ নেতারা জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের স্বাক্ষাৎ না পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: পারভেজুর রহমানের কাছে এই স্মারকলিপি প্রদান করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও স্কপের সমন্বয়ক মাহাবুব বিন ছাইফ।  

এ সময় বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সভাপতি একেএম আফতাব উদ্দিন, সাধারন সম্পাদক আওলাদ হোসেন,  জেলা শ্রমিক দলের সভাপতি মো: আবু সাঈদ, সাধারন সম্পাদক মফিদুল ইসলাম মোহন, জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি অ্যাড. হারুনুর রশিদ, সাধারন সম্পাদক তফাজ্জল হোসেন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারন সম্পাদক এনায়েত হোসেন, জেলা জাতীয় শ্রমিক জোটের সভাপতি মঞ্জুরুল হক, সাধারন সম্পাদক শাহানাজ পারভীন, জাতীয় শ্রমিক জোটের (জাসদ) জেলা সভাপতি মো: শামসুল আলম খান, ভারপ্রাপ্ত সমাধারন সম্পাদক নজরুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সভাপতি ইমাম হোসেন খোকন, ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি জেএফ মন্ডল, সাধারন সম্পাদক সদর আলী প্রমূখ।  

সমাবেশে জাসদ শ্রমিক জোট নেতা আলহাজ¦ মো: শামসুল আলম খান বলেন, সরকারের কর্মচারিরা দৈনিক ৮ ঘন্টা কর্মদিবস পালন করলেও শ্রমিকদের বেলায় তা উল্টো। আমরা এই বৈষম্য চাই না। এই অবস্থায় শ্রমিক ধর্মঘটের অধিকার ফিরিয়ে দিয়ে অত্যাবশ্যক পরিষেবা বিল প্রত্যাহার করা না হলে রাজপথে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে শ্রমিকরা।

এ সময় ক্ষমতাসীন দলের সংগঠন শ্রমিকলীগের নেতা একেএম আফতাব উদ্দিন বলেন, উত্থাপিত পরিষেবা বিল ট্রেড ইউনিয়নের গনতান্ত্রিক কর্ম পরিচালনার সাথে অসঙ্গতিপূর্ন এবং শ্রমিকদের র্দীঘদিনের আন্দোলনের ফসল কেড়ে নেওয়ার শামিল। আমরা শ্রমিকদের অধিকার রক্ষার স্বার্থে এই বিল প্রত্যাহার চাই।    

একই ধরনের মন্তব্য করে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিকদলের নেতা আবু সাঈদ বলেন, উত্থাপিত পরিষেবা বিল নিয়ে সারাদেশের শ্রমিকদের মধ্যে উদ্বেগ উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। অবলিম্বে এই বিল প্রত্যাহার করা হোক। অন্যথায় শ্রমিকরা অধিকার রক্ষায় কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।