পরিবহন থেকে চাঁদা আদায়, রাজধানীতে গ্রেফতার ৮

পরিবহন থেকে চাঁদা আদায়, রাজধানীতে গ্রেফতার ৮

প্রথম নিউজ, ঢাকা : অবৈধভাবে চাঁদা তোলার অভিযোগে রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে চাঁদাবাজ চক্রের মূলহোতা ইকবালসহ ৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

তারা হলেন, মো. ইকবাল (৪২), সন্তোষ সরকার (৪৮), মো. সাগর (৪২), মো. শশী আহম্মেদ (৩৫), মো. ওকালত হোসেন (৪৬), মো. ইকবাল হোসেন (৩৬), মো. আতাউর রহমান (৩০), মো. ফারদিন হোসেন (২৩)।

এ সময় তাদের কাছ থেকে নগদ ৭ হাজার ৯২৫ টাকা, ২টি প্লাস্টিকের পাইপ ও ৬টি লাঠি উদ্ধার করা হয়।

পরিবহন থেকে চাঁদা আদায়, রাজধানীতে গ্রেফতার ৮শুক্রবার (৩১ মে) সকালে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এম. জে. সোহেল এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা তোলার সময় চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতাসহ ৮ জনকে গ্রেফতার করা হয়।তিনি আরও বলেন, তারা বেশ কিছুদিন ধরে বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সঙ্গে অশোভন আচরণ করে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোর করে চাঁদা আদায় করে আসছিল।