পরিবেশ নিয়ে মেহরীনের কণ্ঠে ইংরেজি গান
পরিবেশ নিয়ে গান গাইলেন জনপ্রিয় গায়িকা মেহরীন
প্রথম নিউজ, ডেস্ক : পরিবেশ নিয়ে গান গাইলেন জনপ্রিয় গায়িকা মেহরীন। ইংরেজিতে গানটি গেয়েছেন তিনি। গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মগবাজারের একটি স্টুডিতে গানটির রেকর্ডিং হয়। এটিই পরিবেশ নিয়ে মেহরীনের প্রথম ইংরেজি গান।
‘মাই হার্ট ইজ ব্রেকিং আপ লাইক দ্য মেল্টিং আইস অব দ্য রিভার/ হোয়েন আই সি দ্যা ফরেস্ট ইজ বার্নিং/ হোয়েন আই সি দ্যাচার্পিং অব বার্ডস আর মিসিং’ এমন কথার গানটি লিখেছেন সুজন হাজং। বেলাল খানের সুরে এটির সংগীত করেছেন ওয়াহিদ শাহীন।
‘টেকসই উন্নয়নে পরিবেশ সুরক্ষা’ শীর্ষক তিনদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে গানটি তৈরি করা হয়েছে। এর শিরোনাম ‘লিভ অন আর্থ’।
গানটি প্রসঙ্গে মেহরীন বলেন, ‘এটি একটি ব্যতিক্রম গান। পরিবেশ নিয়ে এমন একটি গান গাইতে পেরে আমি আনন্দিত। গানের কথা ও সুর চমৎকার। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’
সুরকার বেলাল খান বলেন, ‘পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের থিম সং এটি। গানটির সুর করতে পেরে আমি গর্বিত। ইংরেজি গানে এটি আমার প্রথম সুর করা। আশা করি শ্রোতারা গ্রহণ করবেন।’
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির আয়োজনে শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট হলে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে থিম সং হিসেবে প্রচারিত হয়েছে। ২০টি দেশের পরিবেশবিজ্ঞানী ও পরিবেশবিদরা এ সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews