পরিচালন মুনাফায় সোনালী ব্যাংকের রেকর্ড

পরিচালন মুনাফায় সোনালী ব্যাংকের রেকর্ড

প্রথম নিউজ, ডেস্ক : চলতি বছরের প্রথম অর্ধবার্ষিকীতে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে রেকর্ড ১ হাজার ৬৭৯ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে সোনালী ব্যাংক পিএলসি, যা গত বছরের একই সময়ের চেয়ে ৬৩৪ কোটি টাকা বেশি। গত বছর ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ১ হাজার ৪৫ কোটি টাকা।  

সোমবার (৩ জুলাই) সোনালী ব্যাং‌কের পক্ষ থে‌কে এ তথ্য জানানো জা‌নি‌য়ে‌ছে।


ব্যাংক‌টি জানায়, প্রথম অর্ধবার্ষিকীতে সোনালী ব্যাংকে ঋণ ও অগ্রিমের পরিমাণ বেড়েছে ১৫ হাজার ১৭ কোটি টাকা। চলতি বছরের জুন শেষে যার পরিমাণ হয়েছে ৯০ হাজার ৮২ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৭৫ হাজার ৬৫ কোটি টাকা। একই সময়ে আমানত ও ঋণের অনুপাতের হার ৫৪.২৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৬০.৫৪ শতাংশ হয়েছে, অর্থাৎ বৃদ্ধির হার ৬.২৯ শতাংশ।

পরিচালনার মুনাফার পাশাপাশি সদ্য সমাপ্ত অর্ধবার্ষিকীতে প্রতিটি সূচকেও রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগু‌লোর মধ্যে এগিয়ে রয়েছে সোনালী ব্যাংক। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে ব্যাংকটির আমানত বৃদ্ধি পেয়েছে ১০ হাজার ৪১৩ কোটি টাকা। ২০২২ সালের একই সময়ে আমানতের পরিমাণ ছিল ১ লাখ ৩৮ হাজার ৩৭৩ কোটি টাকা, যা চলতি বছরে অর্ধবার্ষিকী শেষে হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৮৬ কোটি টাকা।


এছাড়া শ্রেণিকৃত ঋণ আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১১২ কোটি টাকা। ২০২২ সালে শ্রেণিকৃত ঋণ আদায়ের পরিমাণ ছিল ১৬৫ কোটি টাকা। ২০২৩ সালের জুন পর্যন্ত আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে ২৭৭ কোটি টাকা। একই সময়ে ব্যাংকের শ্রেণিকৃত ঋণের হার ১৬.২২ শতাংশ হতে হ্রাস পেয়ে ১৩.৪০ শতাংশে নেমেছে।

২০২২ সালের ২৮ আগস্ট ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হিসেবে মো. আফজাল করিম দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি প্রযুক্তিনির্ভর সেবার পরিধি আরও বৃদ্ধিসহ ব্যাংকের সার্বিক ব্যবসা বৃদ্ধিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেন। এরমধ্যে খেলাপি ঋণ হ্রাস, ঋণ ও আমানত বৃদ্ধি, আমানত-ঋণ অনুপাত বৃদ্ধি, লোকসানি শাখা কমিয়ে আনা, বিভিন্ন নতুন ঋণ ও আমানত স্কিম চালু, ব্যাংকের সার্বিক সূচকগুলোর মান উল্লেখযোগ্য উন্নতি লাভ করেছে। এছাড়া গ্রাহকের দোড়গোড়ায় ব্যাংকিংসেবা পৌঁছানোর লক্ষ্যে বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা চালু ও পরিধি বৃদ্ধি করেছেন। এর মধ্যে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পাঁচ শতাধিক প্রতিষ্ঠান যুক্ত হয়েছে এবং ডিজিটাল ব্যাংকিংসেবার মাধ্যমে মানুষ সহজেই সব ব্যাংকিং সুবিধা পাচ্ছে। এটিম বুথের সংখ্যা বৃদ্ধি, ডেবিট-ক্রেডিট কার্ডের সংখ্যা বৃদ্ধিসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সাফল্যের ধারাবাহিকতার বিষয়ে সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম বলেন, জনগণের ব্যাংক হিসেবে সোনালী ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা এবং ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পরিশ্রমের ফলে এ অর্জন সম্ভব হয়েছে।  

তিনি বলেন, গ্রাহকের সেবাই আমাদের প্রধান লক্ষ্য। সে লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা প্রতিনিয়ত ব্যাংকিং সেবা আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব করে তুলতে সচেষ্ট রয়েছি। চলতি বছরের শুরু হতে ক্রমান্বয়ে সোনালী ই-সেবা মোবাইল অ্যাপের আইওএস ভার্সনের মাধ্যমে বিদেশ থেকে হিসাব খোলা, ই-ওয়ালেট মোবাইল অ্যাপের আইওএস ও অ্যান্ড্রয়েড ভার্সনের মাধ্যমে দেশ-বিদেশ থেকে লেনদেন এবং কিউআর কোডের মাধ্যমে অর্থ উত্তোলন, ২৪ ঘণ্টা কল সেন্টার (নম্বর ১৬৬৩৯) সেবা চালু করা হয়েছে। এর সুফল হিসেবে নানা সূচকে সোনালী ব্যাংক এগিয়ে রয়েছে।