প্রকৌশলী হিমু হত্যার দ্রুত বিচার দাবি

প্রকৌশলী হিমু হত্যার দ্রুত বিচার দাবি

প্রথম  নিউজ, ঢাকা : প্রকৌশলী আসিফ করিম হিমু হত্যার আসামি গ্রেপ্তারের প্রাথমিক সময়সীমা বেঁধে দিয়ে ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে দি ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট (আইটিইটি) ও ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)। 

মঙ্গলবার (১১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।


আইটিইটির সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুর রহমান লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং মেধাবী নবীন প্রকৌশলী আসিফ করিম হিমু (২৮) গত ২৬ জুন রাজধানীর গাজীপুরে নিজ কর্মস্থল রেঁনেসা এ্যাপারেল লিমিটেড সংলগ্ন হোতা পাড়া এলাকায় স্থানীয় ইন্টারনেট সরবরাহকারীর সাথে ইন্টারনেট সংযোগ নিয়ে কথা কাটাকাটির জের ধরে ওইদিন বিকেলে তার কর্মস্থলে যাওয়ার সময় সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে। হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য ৩০ জুন রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ঘটনাটি দেশের জনগণের কাছে এবং বস্ত্র প্রকৌশলীদের মনে আতঙ্ক এবং ক্ষোভ সৃষ্টি করে।

তিনি বলেন, উক্ত ঘটনার প্রেক্ষিতে গাজীপুরের জয়দেবপুর থানায় যথোপযুক্ত প্রমাণ সহ ৪ জনকে অভিযুক্ত করে গত ২৭ জুন মামলা দায়ের করা হয়েছে। মামলার একজন অভিযুক্তকে গ্রেফতার করা গেলেও এখন পর্যন্ত বাকি ৩ জন আসামি পলাতক রয়েছে।

তিনি বলেন, বস্ত্র ও পোশাক খাত বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আর টেক্সটাইল প্রকৌশলীরা এই খাতের অন্যতম চালক। এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি তথা প্রকৌশলী হত্যা দেশকে মেধা শূন্যের শামিল। ফলস্বরূপ দেশের অর্থনীতিতে নেমে আসতে পারে বিপর্যয়। এছাড়া বিদেশি ক্রেতাদের নিকট দেশের ভাবমূর্তি সংকটে ফেলতে পারে।

সংবাদ সম্মেলনে সংগঠনের প্রবীণ সদস্য যিশু বলেন, এই হত্যাকাণ্ডটি একটি পরিকল্পিত ঘটনা। এই ঘটনাটি সংঘটিত হয়েছে ঠিক ঈদুল আজহার আগের দিন। যাতে করে ঘটনাটি মিডিয়ায় আলোচিত না হয়। 

এমনকি দেশের পোশাকখাতকে ধ্বংসের কোনো ষড়যন্ত্র চলছে কি না সেটা খতিয়ে আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে হিমুর মামা ফিরোজ খান বলেন, আমরা আমাদের সন্তান হত্যার বিচার চাই। 

বক্তারা বলেন, হিমু হত্যার বিচারের দাবিতে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট স্মারকলিপি পেশ করব। যদি তাতেও সুষ্ঠু বিচার নিশ্চিত না হয় তবে আগামী ২৬ শে জুলাই আমরা হিমু হত্যার স্থানে কঠোর কর্মসূচি ঘোষণা করব।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিবিটিইএর সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মাসুদুর রহমান, টিইডির চেয়ারম্যান প্রকৌশলী আসাদ হোসেন, আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী সাখাওয়াত হোসেন তালুকদার প্রমুখ।