প্রকাশ্যে বোনকে নিয়ে রসিকতা মালাইকার, ক্ষোভ প্রকাশ অমৃতার

নিজের নতুন শো নিয়ে চর্চায় আছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা

 প্রকাশ্যে বোনকে নিয়ে রসিকতা মালাইকার, ক্ষোভ প্রকাশ অমৃতার
 প্রকাশ্যে বোনকে নিয়ে রসিকতা মালাইকার, ক্ষোভ প্রকাশ অমৃতার-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : নিজের নতুন শো নিয়ে চর্চায় আছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। সম্প্রতি ‘মুভিং উইথ মালাইকা’তে একদম নতুনরূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। খোলস ভেঙে এবার তাকে স্ট্যান্ডআপ কমেডি করতে দেখা যাচ্ছে মঞ্চে। কথা ছলে হাসাচ্ছেন, হাসছেনও অনেকে। তবে এবার বেজায় বিরক্ত হলেন মালাইকার ছোটবোন অমৃতা অরোরা।

বহুদিন পর পারিবারিক আড্ডায় এক হয়েছিলেন তারা। মালাইকা, অমৃতার সঙ্গে তাদের মা জয়েস পলিকার্প এবং মালাইকার ছেলে আরহান— সবাই মিলে জমিয়ে পিকনিক করলেন। তবে শুরুতে ঝগড়া বেঁধে গিয়েছিল দুই বোনের মধ্যে।

সমস্যার সূত্রপাত ‘মুভিং উইথ মালাইকা’ শো থেকে। সেখানে বোন অমৃতাকে নিয়ে মজার ছলে নানান কথা বলেছিলেন মালাইকা। তাকে বলতে শোনা যায়, ‘আমার বোন তার বড়লোক স্বামীর সঙ্গে সুখে সংসার করছে। সে মজাদার, আর আমি সুন্দরী। সে ধনী, আমি স্ট্যান্ডআপ করছি...।’

বিশেষ করে, ছোটখাটো চেহারায় অমৃতার বিশাল বিশাল মাপের পোশাক পরার ধরন নিয়ে মন্তব্য করাতেই দর্শক হেসে গড়িয়ে পড়েন। কিন্তু খেপে যান অমৃতা। সেদিন কিছু বলেননি, কিন্তু পরে দিদিকে বললেন, ‘স্ট্যান্ডআপ কমেডি বলে যা খুশি বলবে? একটু তো আমার দিকটাও ভাববে! আমায় একবারও জিজ্ঞাসা করেছিলে পরে? আমার খারাপ লেগেছে কি না?’

শুনে তাজ্জব মালাইকা। যদিও মুখে বললেন, ‘স্ট্যান্ডআপে তো এরকমই হয়। কিন্তু সবটাই মজা, যেটা তুমি বুঝতে পারোনি।’

অমৃতা এরপর তাকে থামিয়ে দিয়ে বলেন, ‘তাই বলে লোক হাসানোর জন্য আমায় নিয়ে যা-তা বলবে? আমি সেদিন কিছু বলিনি। তুমি তোমার অনুষ্ঠান মাতিয়েছো। ভালো সময় কাটিয়েছো। কিন্তু আজ বলছি, সেদিনের পর আজই যেহেতু প্রথম দেখা আমাদের। আমার মনে হয়, এরপর থেকে অন্যদের নিয়ে মজা করার আগে তোমার সব দিক বিবেচনা করে দেখা উচিত।’

যদিও শেষে দুই বোনের মধ্যে সব কিছু মিটমাট হয়ে যায়। দুজন দুজনকে বুকে জড়িয়ে নেন। যেটার সাক্ষী থাকেন মালাইকার ছেলে আরহান।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom