প্রাইভেট পড়তে যাওয়ার পথে লরির ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রীর

নিহত পলি নিজামপুর সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ব্যবসা শাখার ছাত্রী।

প্রাইভেট পড়তে যাওয়ার পথে লরির ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রীর

প্রথম নিউজ,চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে প্রাইভেট পড়তে যাওয়ার পথে লরির ধাক্কায় নিহত হয়েছেন মিশু রানী দেবী পলি (১৮) নামে এক কলেজছাত্রী। মঙ্গলবার (২ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

নিহত পলি নিজামপুর সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ব্যবসা শাখার ছাত্রী। তিনি মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সূর্য মোহন দেব নাথের মেয়ে। এ ঘটনায় পুলিশ লরিসহ চালক শাহজাহান শেখ (৪৯) ও চালকের সহকারী মো. লিমনকে আটক করেছে।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কোহিনুর জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে নিৃজামপুর বাজারে সড়ক পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি দ্রুতগামী লরির ধাক্কায় কলেজছাত্রী পলি ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং লরির চালক ও সহকারীকে আটক করতে সক্ষম হই। তারা এখন থানা হাজতে রয়েছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom