প্রাইভেটকারের চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
এ ঘটনায় তার ভাই হাসান আহমেদ আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার সকালে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের পুলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পুলেরঘাট এলাকায় স্কুলে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় হোসাইন আহমেদ (১৩) নামের ৮ম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার ভাই হাসান আহমেদ আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার সকালে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের পুলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসাইন আহমেদ পাকুন্দিয়া উপজেলার আদর্শপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। কিশোরগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছেন। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, হোসাইন ও হাসান কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে কিশোরগঞ্জ-ভৈরব সড়কে একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। তাদের জেলা সদরের হাসপাতালে নেওয়ার পথে হোসাইন মারা যায়। গুরুতর আহত হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।