পবিত্র লাইলাতুল বরাত আজ

পবিত্র শবেবরাত আজ। হিজরি সন শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটিকে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানগণ ভাগ্যরজনী হিসেবে পালন করে থাকেন।

পবিত্র লাইলাতুল বরাত আজ
পবিত্র লাইলাতুল বরাত আজ

প্রথম নিউজ, অনলাইন : পবিত্র শবেবরাত আজ। হিজরি সন শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটিকে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানগণ ভাগ্যরজনী হিসেবে পালন করে থাকেন। মূলত লাইলাতুল বরাত আসে পবিত্র রমজানের আগমনী বার্তা নিয়ে। মহিমান্বিত এ রজনীতে ধর্মপ্রাণ মুসলমান মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ লাভের আশায় নানা ধরনের আমল করে থাকেন। জিকির-আজকার,   দোয়া-দরুদ, কোরআন তিলাওয়াতসহ বিভিন্ন নফল ইবাদতে মশগুল থাকেন তারা। স্রষ্টার কাছে ফানা চান পাপ মোচনের জন্য। আগামী দিনগুলোতে যেন মহান প্রভুর সান্নিধ্য পাওয়া যায় সেই লক্ষ্যে কান্নাকাটি করেন মুসল্লিরা। মুনাজাতে নিজের ও মুসলিম উম্মাহর মঙ্গলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন তারা। ইসলাম ধর্মের অনুসারীদের বিশ্বাস- মহিমান্বিত এই রাতে মহান আল্লাহতায়ালা মানুষের ভাগ্য অর্থাৎ তার নতুন বছরের ‘রিজিক’ নির্ধারণ করে থাকেন। তাই দিবসটি বেশ তাৎপর্যপূর্ণ তাদের কাছে।

পবিত্র এ রজনীটি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ওয়াজ মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘শবেবরাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ওয়াজ মাহফিল শেষে বাদ এশা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এসময় দেশবাসীসহ মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া করা হবে। এদিকে পবিত্র শবেবরাত উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। শবেবরাত উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: