পোপের সঙ্গে সাক্ষাৎ করতে ইতালিতে জেলেনস্কি
পোপ ফ্রান্সিস এবং ইতালির নেতাদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে রোমে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
প্রথম নিউজ, ডেস্ক : পোপ ফ্রান্সিস এবং ইতালির নেতাদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে রোমে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইতালিতে পৌঁছানোর পর জেলেনস্কি এক টুইটবার্তায় বলেন, ইউক্রেনের বিজয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সফর এটি।
এ সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি। এরপর শনিবারই ভ্যাটিকানের দিকে রওনা হবেন। সেখানে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ ও আলাপ করবেন।
জেলেনস্কির আগমনে তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে ইতালি সরকার। তার নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছে প্রায় এক হাজার পুলিশ। সেইসঙ্গে রোমকে নো-ফ্লাই-জোন ঘোষণা করা হয়েছে।
এর আগে পোপ ফ্রান্সিস জানান, ইউক্রেন যুদ্ধ থামাতে মাধ্যম হিসেবে ভূমিকা রাখবে ভ্যাটিকান।