পটুয়াখালীর দুমকিতে ১৪৪ ধারা জারি

আজ মঙ্গলবার  সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা শহরে ফৌজদারি এ আইনটি জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান। আদেশ জারির পর পরই শহরে পুলিশ মোতয়েন করা হয়েছে।

পটুয়াখালীর দুমকিতে ১৪৪ ধারা জারি

প্রথম নিউজ, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকিতে একই সময় একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 

আজ মঙ্গলবার  সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা শহরে ফৌজদারি এ আইনটি জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান। আদেশ জারির পর পরই শহরে পুলিশ মোতয়েন করা হয়েছে। 

আল ইমরানের জারি করা আদেশে জানানো হয়, জনগনের নিরাপত্তা রক্ষায় হলপট্রি পদ্মা ব্যাংক সংলগ্ন ৪০০ গজ এর মধ্যে ১৮৯৮-এর ১৪৪ ধরা অনুযায়ী সব ধরনের সভা-সমাবেশ, মিটিং, মিছিল ও গন জমায়েত নিষিদ্ধ করা হল। 

উল্লেখ্য, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে উপজেলা বিএনপি মঙ্গলবার সকাল ৯টায় হলপট্রি এলাকায় প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। একই সময় একই স্থানে উপজেলা আওয়ামীলীগ বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom