পাকিস্তানের কাছে হেরে চীনের দিকে তাকিয়ে বাংলাদেশ

প্রথম নিউজ, অনলাইন: অ-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের যাত্রাটা ভালোই চলছিল। কিন্তু নিজেদের শেষ ম্যাচে হেরে দলটা বিপাকে পড়ে গেছে। এশিয়া কাপ হকির সেমিফাইনালে খেলার জন্য এখন বাংলাদেশকে তাকিয়ে থাকতে হচ্ছে চীনের দিকে।
মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৬-৩ গোলে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে দীন ইসলাম একটি ও ইসমাইল হোসেন জোড়া গোল করেন।
বাংলাদেশ অবশ্য দুর্দান্ত লড়াই করেছে। বাংলাদেশ দ্বিতীয় কোয়ার্টারে ১-৩ গোলে পিছিয়ে থেকে সমতা এনেছিল। তৃতীয় কোয়ার্টারে পাকিস্তান ৪-৩ গোলের লিড নেয়। শেষ কোয়ার্টারে তারা দুই গোল করলে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায়।
এই হারের ফলে বাংলাদেশের সেমিফাইনালে খেলা নিয়ে জেগেছে শঙ্কা। পাকিস্তান-চীন ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে দলকে। আজ বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটা।
সে ম্যাচে পাকিস্তান জিতলে বাংলাদেশ যাবে সেমিফাইনাল। চীন জিতে গেলেও সমস্যা নেই। তবে সমস্যাটা হবে যদি চীন ৩ গোলের ব্যবধানে হারায় পাকিস্তানকে, আর এই ব্যবধান হকিতে বেশ নিয়মিত ঘটনা। যার ফলে আজ চীনের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটায় ভালোভাবেই চোখ থাকবে দলটার।