নয়াপল্টনে সমাবেশ করতে দিন, পরিস্থিতি ঘোলাটে করবে না: নোমান

শুক্রবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নয়াপল্টনে সমাবেশ করতে দিন, পরিস্থিতি ঘোলাটে করবে না: নোমান

প্রথম নিউজ, ঢাকা:  প্রশাসনকে উদ্দেশ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপি ১০ ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ করবে। এখানে বাধা দেবেন না। পরিস্থিতি ঘোলাটে না করে সমাবেশ শান্তিপূর্ণভাবে করতে দিন।’

শুক্রবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আবদুল্লাহ আল নোমান বলেন, ‘নয়াপল্টনে সমাবেশের ব্যবস্থা করে দিন, না হয় অনাকাঙ্ক্ষিত কোনও পরিস্থিতি হলে বিএনপি কোনও দায় নেবে না। সরকারকেই দায় নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘ডিসেম্বর মাস বিজয়ের মাস। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র আলাদা করে দেখা যায় না। আমরা মুক্তিযুদ্ধ করেছি রাষ্ট্র গঠনের জন্য। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান কেউ অস্বীকার করতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। আমরা স্বাধীনতা চেয়েছিলাম অর্থনীতির মুক্তির জন্য, জনগণের কথা বলার জন্য। কিন্তু আজ জনগণের স্বাধীনতা নেই, কথা বলার অধিকার নেই। কথা বললেই মামলা হচ্ছে।

বিএনপির এই নেতা নোমান বলেন, ‘বিএনপির সমাবেশে লাখ লাখ লোক আসছে। এর জন্য গায়েবি মামলা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা এম নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সভাপতি মো. সাইদুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom