নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
নিহত মো. রিয়াজ খান সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কিল্লার চর গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
প্রথম নিউজ, নোয়াখালী : নোয়াখালীর সদর উপজেলায় মো. রিয়াজ খান (৩০) নামে এক যুবকের গলা কেটে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নেন ছিনতাইকারীরা। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার কাদির হানিফ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত মো. রিয়াজ খান সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কিল্লার চর গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা সাকি সোলাইমান ঢাকা পোস্টকে বলেন, প্রথমে সড়কে রক্তের চিহ্ন দেখা যায়। পরে রক্তের পাশেই মরদেহটি পাওয়া যায়। সম্ভবত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই রিয়াজকে হত্যা করেছে ছিনতাইকারীরা। এরপর মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পথচারীরা রাস্তায় রক্ত দেখতে পেয়ে সুধারাম মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহ ও সুধারাম মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান পাঠান ঘটনাস্থলে যান। ময়নাতদন্তের জন্য মরদেহটি নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।