নায়িকার ঠোঁটে সেলোটেপ, চুমু খেতে রাজি নন সালমান তাই!

এক ঘুষিতে ‘ভিলেন’কে শুইয়ে দিতে পারবেন। জমিয়ে প্রেমও করতে পারবেন। শুধু একটা জিনিসেই ভারী আপত্তি। পর্দায় কিছুতেই কাউকে চুমু খাবেন না ‘ভাইজান’।

নায়িকার ঠোঁটে সেলোটেপ, চুমু খেতে রাজি নন সালমান তাই!
নায়িকার ঠোঁটে সেলোটেপ, চুমু খেতে রাজি নন সালমান তাই!

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : এক ঘুষিতে ‘ভিলেন’কে শুইয়ে দিতে পারবেন। জমিয়ে প্রেমও করতে পারবেন। শুধু একটা জিনিসেই ভারী আপত্তি। পর্দায় কিছুতেই কাউকে চুমু খাবেন না ‘ভাইজান’। সেই তাঁকেই নাকি দেখা গেল চুম্বন দৃশ্যে! ‘রাধে’ ছবিতে নায়িকা দিশা পটানির সঙ্গে ঠোঁটে ঠোঁটে ব্যারিকেড। কী করে এমন ঘটিয়ে ফেললেন সালমান? চিত্রনাট্য থেকে প্রতিটা দৃশ্য, বরাবরই ছবির সবটা নিয়ে খুঁতখুঁতে ‘ভাইজান’। যেটায় ‘না’ বলবেন, কেউ আর ‘হ্যাঁ’ করাতে পারবে না। এই নিয়ে কখনও পরিচালক, কখনও প্রযোজক, কখনও বা সহ-অভিনেতাদের সঙ্গেও বারবারই জড়িয়েছেন ঝামেলায়। বলিউডে প্রায় সকলেই জানেন, ‘চুলবুল পাণ্ডে’ এই একটা ব্যাপারে ভীষণ কড়া। পর্দায় কাউকেই চুমু খাবেন না তিনি। সে গল্পের স্বার্থে যত জরুরিই হোক না কেন!

‘রাধে’ ছবির ওই দৃশ্যটিতে রীতিমতো ঘনিষ্ঠ দু’জনে। অবশ্য ফাঁস হয়েছে আসল রহস্য! ছবির ওই দৃশ্যে দিশাকে চুমু খেয়েছেন সালমান। আবার খাননিও বলা যায়। কারণ, নায়িকার ঠোঁট ছিল সেলোটেপে ঢাকা! তার উপরেই ঠোঁট রেখেছিলেন ‘ভাইজান’!

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom