মুসলিমদের বিরুদ্ধে অমানবিক পদক্ষেপ করে ওঁরা মজা পায়:জাভেদ কন্যা ফতিমা
গত ১২ জুন বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয় প্রয়াগরাজে অশান্তির ঘটনায় মূল অভিযুক্ত ‘ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়া’র নেতা জাভেদের বাড়ি।
প্রথম নিউজ, ডেস্ক : বিজেপি নেত্রী নূপুর শর্মার ‘বিতর্কিত’ মন্তব্যের জেরে সম্প্রতি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ঘটে যাওয়া অশান্তির ঘটনায় মূল অভিযুক্ত জাভেদ আহমেদের বাড়ি বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তা নিয়ে এ বার সরব হলেন জাভেদ-কন্যা তথা ছাত্রনেত্রী আফ্রিন ফতিমা। মোদি-প্রশাসনের বুলডোজার-নীতির বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, ‘‘সব সময় মুসলিমদেরই নিশানা করা হচ্ছে। মুসলিমদের বিরুদ্ধে অমানবিক পদক্ষেপ করে ওঁরা মজা পায়। কিন্তু ওঁদের এই আনন্দ পেতে দেব না আমরা। যতই যাই করুক, আমরা চোখের জল ফেলব না।’’ গত ১২ জুন ভেঙে দেওয়া হয় ‘ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়া’র নেতা জাভেদের বাড়ি। প্রশাসনের তরফে বেআইনি নির্মাণের কারণ দেখানো হলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, নূপুরের মন্তব্যের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখানোর কারণেই জাভেদের বাড়িতে বুলডোজার চালানো হয়েছে। বুলডোজার চালিয়ে উপড়ে ফেলা হয়েছে জাভেদের দোতলা বাড়ির প্রধান ফটক। ভেঙে ফেলা হয়েছে চৌহদ্দির পাঁচিলও। সেই প্রসঙ্গে ফতিমা বলেন, ‘‘আমার ছোট বোন ওই বাড়িতেই জন্মেছিল। ওর জন্মের সময় তৈরি করা হয়েছিল বাড়িটা। আমাদের অনেক স্মৃতি জড়িয়ে ওই বাড়িটার সঙ্গে।’’
ফতিমার মায়ের গাছের শখ। বাড়িতে নানা জায়গায় টবে হরেক গাছ ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল। বুলডোজার চালিয়ে দেওয়ায় সেই সব তছনছ হয়েছে গিয়েছে বলে জানালেন জাভেদের মেয়ে। তাঁর কথায়, ‘‘বাড়িতে অন্তত ৫০০ টব ছিল। সব নষ্ট হয়ে গিয়েছে। আমি চাই ওই গাছগুলো ওঁদের অভিশাপ দিক। ওতেই আমি শান্তি পাব।’’ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফতিমা আরও বলেন, ‘‘কোনও কারণ ছাড়াই মুসলিমদের নিশানা করা হচ্ছে। মুসলিমদের কিছু করতেও হয় না। আমি নিশ্চিত, কোনও বিক্ষোভ না হলেও বাবার ঘাড়েই দোষ চাপানো হত।’’ সূত্র: আনন্দবাজার
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews