নারায়ণগঞ্জে বিএনপির ২ নেতাকর্মী আটক

নারায়ণগঞ্জে বিএনপির ২ নেতাকর্মী আটক

প্রথম নিউউ, নারায়ণগঞ্জ  নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের অবরোধের সমর্থনে নাশকতার চেষ্টাকালে বিএনপির দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড়ের পিডিকে পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দপ্তর সম্পাদক মাসুদ করিম এবং সক্রিয় কর্মী মো. আবু তালেব ওরফে বাবু।


সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।


ওসি বলেন, সোমবার ভোরে চলমান অবরোধ কর্মসূচির সমর্থনে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের নেতৃত্বে তারা একটি মিছিল বের করে ও মহাসড়কে নাশকতার চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া দিয়ে বিএনপির দুই নেতাকর্মীকে আটক করে। দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।