Ad0111

 নির্বাচনের পর চমক নিয়ে আসছেন মৌসুমী

 নির্বাচনের পর চমক নিয়ে আসছেন মৌসুমী

প্রথম নিউজ, ডেস্ক : ঢাকাই সিনেমার নন্দিত নায়িকা মৌসুমী। ভক্তরা ভালোবেসে তাকে প্রিয়দর্শিনীও বলে থাকেন। জনপ্রিয় এই নায়িকা গত জানুয়ারিতে অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে পেয়েছেন বিজয়ও।

নির্বাচন নিয়ে নানা বিতর্ক ও সমালোচনা এখনো চলমান। তবে বিজয় ছিনিয়ে নিয়ে মৌসুমী ফিরেছেন কাজে। এরই মধ্যে অংশ নিয়েছেন শুটিংয়ে। একটি বিজ্ঞাপনচিত্রের জন্য লাইট-ক্যামেরা-অ্যাকশনে নায়িকা।

জানা গেছে, বিজ্ঞাপনটি আরএফএল গ্যাস স্টোভের। রাজধানীর একটি স্টুডিওতে হয়েছে এর চিত্রায়ন। নাইন্টিজ কিডস প্রোডাকশন হাউজের ব্যানারে এটি নির্মাণ করেছেন শাফায়াত হোসেন শাওন। ‘পরিবারের একজন চিরদিনের বন্ধন’-এমন স্লোগানে আইডিয়া বক্সের পরিকল্পনায় নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি।

নতুন কাজ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘বিজ্ঞাপনটির থিম খুবই সুন্দর। পুরো টিম অনেক গোছানো কাজ করেছে। দর্শকের জন্য চমকপ্রদ কিছু আছে। প্রচারে এলেই সেটা বুঝতে পারবেন তারা।’
বিজ্ঞাপনের শুটিংয়ে মৌসুমী

অন্যদিকে নির্মাতা শাফায়াত হোসেন শাওন বলেন, ‘ভিন্নধর্মী কনসেপ্ট নিয়ে বিজ্ঞাপনটি তৈরি করেছি। মৌসুমী আপাকে পেয়ে আমাদের পুরো টিম উচ্ছ্বসিত। আশা করি বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে।’

নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ১০ মার্চ থেকে বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

এদিকে নায়িকা মৌসুমী এখনো সিনেমার কাজে সরব। ইতমোধ্যে তিনটি সিনেমার শুটিং ও ডাবিং শেষ করেছেন। এগুলো হচ্ছে- সরকারি অনুদানের মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত ‘ভাঙন’, আশুতোষ সুজনের ‘দেশান্তর’ ও জাহিদ হোসেনের নির্মাণে ‘সোনার চর’।

শিগগিরই আরও দুটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন মৌসুমী। একটির নাম ‘ছিটমহল’, অন্যটি ‘কানাগলি’। এগুলোতে তার স্বামী ওমর সানীও অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies & privacy Policy from www.prothom.news