নেত্রকোনায় বিএনপির পদযাত্রা, ৬ নেতাকর্মী আটক
প্রথম নিউজ, নেত্রকোনা : বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, উন্নত চিকিৎসা এবং একদফা দাবিতে নেত্রকোনায় পদযাত্রা-সমাবেশ করেছে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় ছয় নেতাকর্মীদের আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ আগস্ট) সকালে জেলা শহরের বনুয়াপাড়া এলাকা থেকে পদযাত্রা বের হয়ে আবু আব্বাস ডিগ্রি কলেজের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীসহ দলের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলের, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। এই সরকারকে সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। দেশমাতা খালেদা জিয়াকে মুক্ত করে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে আবার গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। এই স্বৈরাচারী সরকারের পতন, একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরে যাবে না।
পদযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, পৌর বিএনপির সভাপতি কামরুল হক, সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরে পদযাত্রা থেকে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ মোকসেদুল আলম রাজীব, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সজল তালুকদার, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার শাহেদ আহ্বায়ক ছয়জনকে আটক করে পুলিশ।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতার অভিযোগে মামলা করা হচ্ছে।