নতুন অস্ত্রের’ পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
প্রথম নিউজ, ডেস্ক : ফের উত্তেজনা বিরাজ করছে কোরীয় উপদ্বীপে। কিম জং উনের নেতৃত্বে উত্তর কোরিয়া নিজেদের পরমাণু ক্ষমতাকে আরও শক্তিশালী করতে 'নতুন ধরনের অস্ত্রের' পরীক্ষা চালিয়েছে।
রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বলেছে, সর্বশেষ যেসব অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে সেগুলো দূরপাল্লার কামান ইউনিট ও কৌশলগত পরমাণু সংক্রান্ত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কবে ও কোথায় সেই পরীক্ষাগুলো চালানো হয়েছে বা এর সঙ্গে ক্ষেপণাস্ত্রের সম্পর্ক আছে কিনা সে বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি।
তবে রোববার ভোরে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী পিয়ংইয়ংয়ের ‘অস্ত্র পরীক্ষা’র কথা জানিয়ে বলেছে, শনিবার মধ্যরাতে উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে সাগরে দুটি ‘প্রজেকটাইলস’ ছোড়ার ঘটনা জানা গেছে।
পরীক্ষাগুলো পরিচালনার পাশাপাশি কিম ‘দেশটির প্রতিরক্ষা ও পরমাণু সক্ষমতা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন’ উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছিল পিয়ংইয়ং আবার পরমাণু পরীক্ষা শুরু করতে পারে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews