নিতাইগঞ্জ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নৈশপ্রহরী নিহত
মৃত্যুর আগেও বাঁশি বাজিয়ে দায়িত্ব পালন করলেন নৈশপ্রহরী
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ ডাইলপট্টি এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নৈশপ্রহরী মো. ভাসান মালতি (৫০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ভাসান কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দৌলত খালী চৌধুরীপাড়া এলাকার জালাল মালতির ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের আরামবাগ এলাকার ভাড়াবাসায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মাটিতে পড়ে গিয়েও নৈশপ্রহরী মো. ভাসান মালতি তার হাতে থাকা বাঁশিতে ফুঁ দিতে থাকেন। বাঁশির আওয়াজে লোকজন এগিয়ে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছিনতাইকারীরা ছুরি দিয়ে তার বুকে ও পিঠে আঘাত করেছে।
ভাসানের ছেলে রানা ভাসান জানান, তার বাবা মাত্র কয়েকদিন হলো এখানে চাকরি নিয়েছিল। সকালে শুনতে পান তার বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে এসে দেখেন তার বাবা মৃত অবস্থায় পড়ে রয়েছে।
নারায়ণগঞ্জ সদর থানার উপপরিদর্শক কামরুজ্জামান বলেন, নৈশপ্রহরী মো. ভাসান মালতি (৫০) হত্যার ঘটনায় আমরা কাজ শুরু করেছি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: