নাটোরে পৃথক মামলায় ৩ জনের যাবজ্জীবন

নাটোরে পৃথক মামলায় ৩ জনের যাবজ্জীবন

প্রথম নিউজ, নাটোর : নাটোরে পৃথক দুইটি মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।

রোববার (৫ নভেম্বর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

নাটোর আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, ২০১১ সালের ১৫ মার্চ যৌতুকের দাবিতে গৃহবধূ রুবী রানী মহন্তকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর মুখে বিষ ঢেলে ফেলে রাখে নিহতের স্বামী, শাশুড়িসহ শ্বশুর বাড়ির লোকজন। বিষয়টি এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরে ঘটনাস্থলে যায় নিহত রুবীর বাবাসহ স্বজনরা। সেখানে মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন বাড়ির বারান্দায়।

পরে রুবী রানীর বাবা তপন চন্দ্র মহন্ত বাদী হয়ে মেয়ের জামাই দুলাল মহন্ত, শাশুড়ি গীতা মহন্তসহ চারজনের নামে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে। এ মামলায় পুলিশ তদন্ত শেষে নিহতের স্বামী দুলাল মহন্ত ও শাশুড়ি গীতা মহন্তের বিরুদ্ধে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ প্রায় ১২ বছর মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক আজ অভিযুক্ত দুই জনের উপস্থিতিতেই মামলার রায় প্রদান করেন। 

অপরদিকে নাটোর সদর উপজেলার মোহনপুর গ্রামের এক গৃহবধূকে ধর্ষণ ও প্রাণনাশের হুমকি মামলায় ওয়াজেদ আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেয় একই আদালত। দণ্ডপ্রাপ্ত ওয়াজেদ আলী সদর উপজেলার জালালাবাদ গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে।

আদালতের রায়ে মামলার উভয় বাদী পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানান এই আইনজীবী।