নিউইয়র্কে বসবে ঢালিউড তারকাদের মিলনমেলা
প্রথম নিউজ, ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অনেক তারকা খুব শিগগিরই নিউইয়র্ক যাচ্ছেন। প্রতি বছরে মতো এবারো আগামী ৪ ডিসেম্বর ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে। সেখানেই অংশ নেবেন আমন্ত্রিত তারকারা।
তালিকায় আছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী, শাকিব খানসহ অনেকেই।
এরমধ্যেই শাকিব ও মৌসুমীসহ আরও কিছু শিল্পী বর্তমানে অবস্থান করছেন আমেরিকায়। তারা সেখান থেকেই ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেবেন।
বাংলাদেশ থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন চঞ্চল চৌধুরী, শবনম বুবলী, বিদ্যা সিনহা মিম , ববি, বাপ্পি চৌধুরী, ফারিয়া শাহরিন, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বিরসহ আরও অনেক শিল্পী।
চিত্রনায়িকা শবনম বুবলী বলেন, ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে। নিজের সিনেমার কিছু গানে পারফর্ম করবো। সপ্তাহ খানেক থাকবো আমেরিকায়।’
তবে এর মধ্যে অনেক তারকা ভিসা এখনো হাতে আসেনি। তাই নিশ্চিত করে তারা বলতেও পারছেন না যাবার বিষয়ে। তাদের ভাষ্য, ‘ভিসা পেলেই উড়াল দেবো অনুষ্ঠানটির জন্য।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: