নাঈমকে সুযোগ দেওয়ার কথা জানালেন তামিম

নাঈমকে সুযোগ দেওয়ার কথা জানালেন তামিম

প্রথম নিউজ, ডেস্ক : আফগানিস্ততানের বিপক্ষে টেস্ট ম্যাচটি হয়েছিল স্পোর্টিং উইকেটে। তবে আসন্ন ওয়ানডে সিরিজের উইকেট কেমন হবে তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। সাধারণত চট্টগ্রামের মাটিতে রান হয়ে থাকে। এবারো তেমন আশা করছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তবে প্রথম দিকে কিছু ওভার সবার জন্যই চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছেন তিনি।

আজ (মঙ্গলবার) চট্টগ্রামে সংবাদ সম্মেলনে তামিম বলছিলেন, ‘উইকেট ভিন্ন। ঘাস রেখে দেওয়া হয়েছে। চট্টগ্রামে সাধারণত ব্যাটিং উইকেট হয়। এখানেও তেমনই হবে আশা করছি। তবে দুই দলের জন্য প্রথম ১০-১৫ ওভার একটু চ্যালেঞ্জিং হবে।’


আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে টাইগার স্কোয়াডে রয়েছেন পাঁচ পেসার। সেক্ষেত্রে একাদশে কাদের দেখা যাবে সেটা নিয়ে চলছে দোলাচল। অবশ্য অধিনায়ক তামিম জানালেন দলের সব পেসারই পাবেন আফগানিস্তান সিরিজে খেলার সুযোগ। তামিমের ভাষ্যে, ‘পেসারদের মধ্যে সবাই ভালো করছে। এখানে হয়তো পরিবর্তন আসতে পারে। তিন ম্যাচে হয়তো ভিন্ন পেস বোলিং কম্বিনেশন দেখতে পারবেন।’

নতুন করে ওয়ানডে দলে থাকা দুই ব্যাটার নাঈম শেখ ও আফিফ হোসেনকেও সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্ট। গতকাল প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পর আজ তামিম বলছিলেন, ‘এই একটা সিরিজে আমরা চেষ্টা করব সবাইকে সুযোগ দিতে। তবে এটা নিশ্চিত নয়। আমরা চেষ্টা করব নাঈমকে সুযোগ দিতে। বড় একটা ইভেন্টের আগে ২-৩টা ম্যাচ খেলতে পারলে ওদের জন্য ভালো।’