দুই বেসরকারি হাসপাতালে অভিযান
বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এ অভিযান চালান।
প্রথম নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এ অভিযান চালান।
আরাফাত সিদ্দিকী বলেন, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ অভিযান চালানো হয়েছে। অভিযানে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আশ-শেফা হাসপাতালকে রোগী ভর্তি থেকে শুরু করে ছাড়পত্র দেওয়া পর্যন্ত চিকিৎসা চলাকালীন ব্যয়ের পরিপূর্ণ রশিদ না দেওয়ায় ৫০ হাজার টাকা এবং শর্তভঙ্গ করে ১০ শয্যার স্থলে কেবিনসহ ২৭ শয্যা করায় এলাইট হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডা. রায়হান সিদ্দিকী ও র্যাব-১৫-এর সদস্যরা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: