তরুণরা যখন মাঠে নামেন বিজয় তাদেরই হয়: টুকু

আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) রংপুরে গ্রান্ড হোটেল মোড়ে দলটির কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

তরুণরা যখন মাঠে নামেন বিজয় তাদেরই হয়: টুকু

প্রথম নিউজ, রংপুর: রংপুরে বিএনপির ‘তারুণ্যের রোডমার্চ কর্মসূচির‘ শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন,তরুণরা যখন মাঠে নামেন তখন বিজয় তাদেরই (তরুণ) হয়। 

আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) রংপুরে গ্রান্ড হোটেল মোড়ে দলটির কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

এরপর দিনাজপুর অভিমুখে যাত্রা শুরু করেছে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের রোডমার্চ। রোডমাচে প্রধান অতিথি হিসেবে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রংপুরের গ্রান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এ কর্মসূচি। রোডমার্চটি রংপুর থেকে দিনাজপুর, মাঝে সৈয়দপুর থামে। গাড়িবহর ছুটে চলে উত্তরের জনপদে। প্রতিবাদি স্লোগানে মুখর পুরো যাত্রাই। কেন্দ্রীয় ও স্থানীয়দের পাশাপাশি আশপাশের এলাকা থেকে জড়ো হন নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশে যুবদলের সভাপতি বলেন, বর্তমানে দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে; তাই শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন এ দেশে হবে না।

 যুবদল সভাপতি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়াকে আটকে রেখেছে এ সরকার। তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না এই সরকার। জনগণের থেকে বিচ্ছিন্ন এই সরকারকে দেশের মানুষ আর চায় না। তাই তরুণরা যখন মাঠে নামেন তখন তরুণদেরই বিজয় হয়। এই সরকারের কাছে আমাদের কোনো দাবি নাই। এই সরকারের পতনের মধ্য দিয়ে আমরা আমাদের রাজবন্দি নেতাদের মুক্ত করবো।