তামান্নাকে দামি হীরা উপহার দিয়েছেন রাম চরণের স্ত্রী
প্রথম নিউজ, ডেস্ক : অনেকেই জেনে অবাক হবেন, দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার কাছে বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরা রয়েছে। মূল্যবান এই সম্পদ দক্ষিণী সুপারস্টার রাম চরণের স্ত্রী উপাসনার কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন তিনি।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘সাই রা নরসিমহা রেড্ডি’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তামান্না। মুক্তির পর এ সিনেমা সুপারহিট হয়। সিনেমাটিতে তামান্নার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরাটি উপহার দেন উপাসনা।
উপহার পাওয়া সেই হীরা একটি আংটিতে বসানো হয়েছে। হীরাটির আকার, ওজন এ আংটিতে আলাদা মাত্রা যোগ করেছে। এর মূল্য ২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬৫ লাখ টাকার বেশি)।
‘অমূল্য’ এই উপহারের জন্য কৃতজ্ঞতা জানিয়ে টুইটারে সেই ছবি প্রকাশ করেন তামান্না। যেখানে বাঁ হাতের আঙুলে শোভা পেতে দেখা যায় বড় আকৃতির একটি হীরার আংটি।
‘সে রা নরসিমা রেড্ডি’ সিনেমায় তামান্না ছাড়াও আরও অভিনয় করেন চিরঞ্জীবী, নয়নতারা, তামান্না, সুদীপ, জগপতি বাবু, বিজয় সেতুপতি, অমিতাভ বচ্চন এবং আনুশকা শেঠির মতো তারকারা।