তিনদিনের রিমান্ডে মেয়র আব্বাস
এর আগে মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করে
প্রথম নিউজ, রাজশাহী: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে মন্তব্যকারী রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে তিনদিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার দুপুরে রাজশাহীর মহানগর ম্যাজিস্ট্রেট (এমএম) আদালত-২ এর বিচারক শংকর কুমার শুনানি শেষে আব্বাসের জামিন আবেদন নাকচের পর এই রিমান্ডে মঞ্জুর করেন।
এর আগে মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আজ তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এসময় আসামিপক্ষ জামিন আবেদন করলেও তা নামঞ্জুর করে এ আদেশ দেন মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: