তদন্তে আধুনিক কলাকৌশল প্রয়োগের নির্দেশ পিবিআই প্রধানের
শনিবার সন্ধ্যায় পিবিআই নাটোর কার্যালয় পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।
মতবিনিময় শেষে পিবিআই প্রধান নাটোর কার্যালয়ের ছায়া তদন্ত রেজিস্টারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র দেখেন এবং এগুলো রক্ষণাবেক্ষণসংক্রান্ত দিকনির্দেশনা দেন। এ সময় নাটোর কার্যালয়ের পুলিশ সুপার শরিফ উদ্দীন জানান, নাটোরে পিবিআইয়ের কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত আদালত থেকে ৮০৪টি নালিশি মামলা এবং ১৫৯টি জিআর মামলা তদন্তের জন্য এসেছে। এর মধ্যে ৭২৬টি নালিশি মামলা ও ১০২টি জিআর মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। এ হিসাবে তদন্ত নিষ্পত্তির হার ৮৬ শতাংশ।
শরিফ উদ্দীন বলেন, নাটোরে পিবিআই কার্যালয় প্রতিষ্ঠার পর প্রথম দিকে খুব কমসংখ্যক মামলা তদন্তের জন্য এসেছে। গত বছর আদালত থেকে মামলা পাঠানোর সংখ্যা অনেক বেড়েছে। তাঁদের প্রতি বিচারপ্রার্থীদের আস্থা বেড়েছে। আরও নির্ভুল ও দ্রুত তদন্ত শেষ করার চেষ্টা করছেন তাঁরা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: