ঢাবির তিন হলে নেই ছাত্রলীগ

শহিদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল এবং অমর একুশে হলে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের একক আধিপত্য দেখা গেছে।

ঢাবির তিন হলে নেই ছাত্রলীগ

প্রথম নিউজ, অনলাইন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের তিনটি হলে নেই ছাত্রলীগ। শহিদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল এবং অমর একুশে হলে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের একক আধিপত্য দেখা গেছে। ছাত্রলীগ নেতাকর্মীদের কয়েকটি রুমও ভাঙচুর করতে দেখা গেছে। এছাড়া কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীকে মারধর করেছেন শিক্ষার্থীরা। ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী ও আন্দোলনকারী মোয়াজ্জেম হোসেন বলেন,  শিক্ষার্থীদের হামলার কারণে আমরা ছাত্রলীগকে বয়কট করেছি। এই তিনটি হলে ছাত্রলীগ বলতে কিছু নেই, সবাই সাধারণ শিক্ষার্থী। এখন থেকে বৈধভাবে সাধারণ শিক্ষার্থীরা হলে থাকবে কারো দাসত্ব আর নয়।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন পদ থেকে শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। এর বাইরে যারা হামলায় অংশ নিয়েছেন কিংবা সহযোগিতা করেছেন তাদের সামাজিকভাবে বয়কট করেন শিক্ষার্থীরা। নিজ নিজ বিভাগের সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপ থেকে বের করে দেন তারা।