ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব শামসুল হক
শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রথম নিউজ, অনলাইন: ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব করা হয়েছে জি এম শামসুল হককে। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ফুটবলার আমিনুল হক কারাগারে থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যুগ্ম আহ্বায়ক এ জি এম শামসুল হককে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।