ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

প্রথম নিউজ, কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী, রোগী ও পরিবহন শ্রমিকরা। মাহসড়কের চান্দিনা থেকে কুমিল্লা সেনানিবাস পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (২২ জুন) বৃষ্টির কারণে ভোরে মাহসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকায় চট্টগ্রাম লেনে সড়কের একপাশে পানি জমে গর্ত হয়ে যায়। এ কারণে চট্টগ্রাম লেনে চান্দিনা থেকে কুমিল্লা সেনানিবাস পর্যন্ত অন্তত ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুর দেড়টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত যানজট তীব্র আকার ধারণ করেছে।


এশিয়া পরিবহনের যাত্রী নূরুজ্জামান জাগো নিউজকে বলেন, ঢাকা থেকে সকাল ৬টায় রওয়ানা করেছি, এখন দুপুর ১টা বাজে। আবস্থান করছি বুড়িচংয়ের নিমসার এলাকায়। ইলিয়টগঞ্জের পর থেকে যানজট শুরু হয়। গাড়ির চাকা যেন ঘুরছে না।

ট্রাক চালক আনোয়ার মিয়া জানান, ভোর ৫টা থেকে যানজটে পেড়েছি। তবে কি কারণে রাস্তায় যানজট তা বলতে পারছি না। দুই ঘণ্টা ধরে এক যায়গায় দাঁড়িয়ে আছি। চট্টগ্রাম যেতে কত সময় লাগে তা আল্লাহ ভালো যানেন।


কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রহমত উল্লাহ জাগো নিউজকে বলেন, বৃষ্টির কারণে সড়কে পানি জমে গর্ত হয়েছে। ফলে সিঙ্গেল লাইনে যানবাহন চলছে। এ কারণে যানবাহন কিছুটা ধীরগতিতে চলছে। এছাড়া ঈদের কারণে সড়কে পরিবহনের চাপ বেড়েছে।

কুমিল্লা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, বৃষ্টির কারণে সেনানিবাস এলাকায় সড়কের কিছু অংশে পানি জমে যাওয়ায় কিছুটা দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সড়কের লোকজন তা পরিষ্কার করে দিয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হবে।