ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর খিলক্ষেত বিশ্বরোড এলাকায় পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ও পল্লবীর কালশী এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন, মো. আলফাজ (২৭) ও মোহাম্মদ রাহুল(২০)।

বৃহস্পতিবার (২৭ জুন) রাত সাড়ে ১১টা ও ১২টার দিকে এ দুটি দুর্ঘটনা ঘটে।নিহত আলফাজের ভাই মাহফুজ জানান, আমার ভাইপেশায় ইভেন্ট মেনেজমেন্ট কর্মী। রাতে পিকআপ ভ্যানে করে ফিরছিলেন। বিশ্বরোড এলাকায় যাওয়া মাত্রই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আলফাজ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ঢামেকের চিকিৎসক রাত একটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানায়।

অন্যদিকে, মিরপুরের কালশি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাহুল নামে এক যুবক আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত একটার দিকে তার মৃত্যু হয়।

নিহত রাহুলের বাসা পল্লবীর কালশী এলাকায়। তার বাবার নাম জহুরুল ইসলাম।

Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।