ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, তিন এলাকায় ‘ঝুঁকিপূর্ণ’

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, তিন এলাকায় ‘ঝুঁকিপূর্ণ’

প্রথম নিউজ, অনলাইন :  বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৫২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সোমবার সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে। 

আইকিউএয়ারে সূচকে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫) এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৩৫.৩ গুণ বেশি রয়েছে।
এসময় ঢাকার ৩ এলাকায় বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এগুলো হলো ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (৫৯৯), গোঁড়ান (৪৯৫) ও কল্যাণপুর (৩০৮)। এছাড়া আগাখান একাডেমী (২৯৪), মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা (২৭২), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৫৬), গুলশান লেক পার্ক (২৫৩), পশ্চিম নাখালপাড়া সড়ক (২৫০), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২৩৬), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২০১)। এসব এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
 

বায়ুদূষণে আজ বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর (২৫৫)। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা (২৫২)। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় (২৪৪), পাকিস্তানের করাচী (২১৫)। শহরগুলোর বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।
এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।