টসে জিতে ফিল্ডিংয়ে আয়ারল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩১তম ম্যাচ আজ
প্রথম নিউজ, ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩১তম ম্যাচ আজ। ব্রিসবেনের গ্যাবয়ে আজ স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি আয়ারল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচ।
ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসভাগ্য সহায় হয়েছে আয়ারল্যান্ডের। আর টসে জিতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ ক্যাপ্টেন এন্ডি বিলবার্নি।
এ ম্যাচের আগে অস্ট্রেলিয়ার চেয়ে ভালো অবস্থানে রয়েছে আয়ারল্যান্ড। সমান ৩ ম্যাচ খেলে সমান ৩ পয়েন্ট দুই দলরই। তবে নেট রানরেটে এগিয়ে আইরিশরা।
সেমিফাইনালের দৌড়ে দুই দলের জন্যই বাঁচা-মরার লড়াই আজ। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানালেন, টসে জিতলে তিনিও আগে ফিল্ডিং নিতেন।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাল স্টইনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা এবং জস হেজেলউড।