ট্রেনের আঘাতে চূর্ণ-বিচূর্ণ বিমান, অল্পের জন্য রক্ষা পাইলট
প্রথম নিউজ, ডেস্ক : পুলিশের তৎপরতায় অল্পের জন্য পাইলট বাঁচলেও দূরন্ত গতিতে ছুটে আসা ট্রেনের আঘাতে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে বিমানটি
উড্ডয়নের পরপরই ছোট একটি বিমান রেললাইনে আছড়ে পড়ার পর পুলিশের তৎপরতায় অল্পের জন্য পাইলটের জীবন বাঁচলেও দূরন্ত গতিতে ছুটে আসা ট্রেনের আঘাতে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে বিমান। রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের সেসনায় রোমহর্ষক এই দুর্ঘটনা ঘটেছে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনের আঘাতে চূর্ণ-বিচূর্ণ হয়ে যাওয়ার কয়েক সেকেন্ড আগে জরুরি অবতরণ করা একটি বিমানের পাইলটকে টেনে বের করে এনেছেন পুলিশের কর্মকর্তারা। পাইলটকে বের করার পরপরই মুহূর্তের মধ্যে ট্রেনের আঘাতে বিমানটি টুকরো টুকরো হয়ে যায়।
নাটকীয় এই ঘটনার একটি ভিডিও পেয়েছে রয়টার্স। এতে দেখা যায়, রেললাইনের ওপর বিধ্বস্ত বিমান থেকে পাইলটকে মুক্ত করছেন পুলিশের কয়েকজন কর্মকর্তা। স্থানীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলসের প্যাসোইমা থেকে বিমানটি উড্ডয়নের পরপরই সেটি সেসনা রেললাইনে বিধ্বস্ত হয়।
ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা যখন বিমানের পাইলটের আসনে বসা ব্যক্তিকে টেনে বের করে আনার চেষ্টা করেন, তখন দ্রুতগতিতে ছুটে আসা ট্রেনটি মাত্র অল্প কয়েক ফুট দূরে ছিল। রক্তাক্ত পাইলটকে বের করার সঙ্গে সঙ্গে বিমানটি ট্রেনের আঘাতে ধ্বংস হয়ে যায়।
২১ বছর বয়সী সংগীত সুরকার লুইস জিমেনেজ এই ঘটনার ভিডিও ধারণ করেন। তিনি বলেন, বিমানটির উড্ডয়ন ব্যর্থ হয়েছিল এবং এটি জনপ্রিয় একটি জংশনের রেল ট্রাকে আছড়ে পড়ে। পাইলটকে পুলিশ কর্মকর্তারা রক্ষা করার মাত্র কয়েক সেকেন্ড আগে ট্রেনটি বিমানে আঘাত হানে। বিমানের একটি ধ্বংসাবশেষ আমাকে প্রায় আঘাত করতেছিল।
ক্যালিফোর্নিয়ার স্থানীয় একটি গণমাধ্যম বলছে, বিমানের পাইলটকে জখম এবং আঘাতের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন তিনি। তবে এই দুর্ঘটনায় ট্রেনের কেউ আহত হননি।রক্তাক্ত পাইলটকে বের করার সঙ্গে সঙ্গে বিমানটি ট্রেনের আঘাতে ধ্বংস হয়ে যায়
লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগের টুইট করা একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা বিমান থেকে রক্তাক্ত পাইলটকে টেনে নিয়ে যাচ্ছেন।
পুলিশ কর্মকর্তাদের সাহসিকতার প্রশংসা করে লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগ এক টুইটে বলেছে, ‘তারা রেললাইনে জরুরি অবতরণকারী পাইলটের জীবন বাঁচিয়ে বীরত্ব এবং দ্রুত তৎপরতা দেখিয়েছেন।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: