ট্রাকচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর 

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাকচাকায় প্রিতী রানি (২২) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে

ট্রাকচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর 
ট্রাকচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর 

প্রথম নিউজ, দিনাজপুর : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাকচাকায় প্রিতী রানি (২২) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ মার্চ) বেলা ১২টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের ভুষিরবন্দর আত্রাই নদী ব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত প্রিতী রানি দিনাজপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ও উপজেলার নতুন ভুষিরবন্দর এলাকার জেলেপাড়ার ছত্রমোহন রায়ের মেয়ে।

স্থানীয়রা জানান, প্রিতী রানি আজ বেলা সাড়ে ১১টার দিকে ভ্যানযোগে তার বাড়ি থেকে ভুষিরবন্দর বাজার যাওয়ার উদ্দেশে বের হন। পরে ভ্যানটি আত্রাই নদী ব্রিজের সামনে এসে পৌঁছালে দিনাজপুরগামী দ্রুতগতির একটি মালবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে চাকার নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রিতীর মৃত্যু হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: