টিকটক করতে বাধা দেওয়ায় তরুণীর আত্মহত্যা

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় এ ঘটনা ঘটে। 

টিকটক করতে বাধা দেওয়ায় তরুণীর আত্মহত্যা

প্রথম নিউজ, ঢাকা: টিকটক আসক্তির জেরে পারিবারিক কলহে সুমি আক্তার (১৯) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় এ ঘটনা ঘটে। সুমি উপজেলার নড়াগাতি থানার কলাবাড়ীয়া ইউনিয়নের মুলখানা গ্রামের নিজাম মল্লিকের মেয়ে। শনিবার (৭ মে) রাতে ইউনিয়নের মুলখানা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে ছেলেদের নিয়ে টিকটক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়তে চাইলে মা আমেনা বেগম নিষেধ করেন। এরই জেরে মেয়ে সুমির সঙ্গে কথা কাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ হয়ে শনিবার বিকেলে সুমি মায়ের অগোচরে নিজঘরে থাকা কীটনাশক নিয়ে পাশের বাড়ি রাশিদা বেগমের ঘরে গিয়ে পান করেন। সন্ধ্যায় তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টায় তার মৃত্যু হয়।

বাবা নিজাম মল্লিক জানান, খুলনা মেডিকেলে নেওয়ার পথে সুমি মৃত্যু হয়। নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন, এ ঘটনায় অপমৃত্যুর অভিযোগে মামলা করেছেন তার মা। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। ময়নাতদন্ত শেষে রোববার সকালে সুমির দাফন সম্পন্ন হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom