জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ৫
আজ মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশালনগর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশালনগর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শামীম (২৮) নামে একজনের মৃত্যু হয়। নিহত শামীম ওই এলাকার শফিকুল ইসলাম নায়েব আলীর ছেলে। এখনো আহতদের নাম পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশালনগর দক্ষিণপাড়া এলাকার নিহত শামীম ও তার বড় চাচা সাইফুল ইসলামের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে গতকাল সন্ধ্যায় তাদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে স্থানীয় লোকজন দুই পক্ষকে বাড়ি পাঠিয়ে দেন। সোমবার সকালে আবার দু'পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মারাত্মকভাবে আহত হন শামীম। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে ৫ জন আহত হয়েছেন।
নিলক্ষিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আব্দুল মালেক বলেন, শামীম ও সাইফুলে মাঝে জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। তারা আপন চাচা-ভাতিজা। কয়েকদিন আগে এক পক্ষ খেতে বেগুনের চারা লাগিয়েছিল। এ নিয়ে সোমবার সন্ধ্যায় তাদের মধ্যে ঝামেলা দেখে আশপাশের মিটমাট করিয়ে দেয়। পরে আজ সকাল সাড়ে ৮টার দিকে শুনি দুই পক্ষ দা নিয়ে কোপাকুপি শুরু করেছে। শামীমকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা গেছে। এখনো মরদেহ বাড়িতে নিয়ে আসেনি।
বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন নিহত হয়েছেন। বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ হাসপাতালের রেফার্ড করেছিলেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা গেছে।