জামালপুরে বিএনপির ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১
প্রথম নিউজ. জামালপুর : জামালপুরে নাশকতা চেষ্টা ও বিষ্ফোরক দ্রব্য আইনে বিএনপির ২৫ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় এক জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, গতকাল ২ সেপ্টেম্বর শনিবার রাতে জামালপুর পৌর শহরের শাহপুর এলাকায় নাশকতা চেষ্টার অভিযোগে অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশ। অভিযান চালিয়ে তারেক জিয়া প্রজন্ম দল জামালপুর জেলা শাখার সহ সভাপতি মো: হৃদয় মিয়াকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। এই ঘটনায় জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন বাহাজ, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমসহ ২৫ জন নেতাকর্মীকে আসামী করা হয়েছে।
ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন জানান, জামালপুরে বিএনপি নেতাদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে পুলিশ। বিভিন্ন মামলায় অনেক নেতা কারাগারে থাকলেও তাদের নামেও নতুন নতুন মামলা দেয়া হচ্ছে। তিনি এসব হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শনিবার রাতে নাশকতার অভিযোগে হৃদয় মিয়াকে গ্রেফতার করা হয়। পরে নাশকতা চেষ্টা ও বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের পর আজ ৩ সেপ্টেম্বর রবিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সরিষাবাড়ীতে বৃদ্ধার মরদেহ উদ্ধার
প্রথম নিউজ. জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে ডোবা থেকে জহুরা বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ার পাড়া গ্রামের মুল্লাবাড়ীর পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। নিহত জহুরা বেওয়া একই গ্রামের মৃত মোজাম্মেলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পুঠিয়ার পাড়া গ্রামের মুল্লাবাড়ীতে জহুরা বেওয়া, তার ছেলে জহুরুল ও স্ত্রী কন্যা একই বাড়িতে আলাদা আলাদা ঘরে বসবাস করতো। পারিবারিক কলহের কারণে পুত্রবধূ কন্যা তার শাশুড়ি জহুরা বেওয়াকে সবসময়ই বিভিন্নভাবে নির্যাতন করতো। গতকাল শনিবার সকালে পুত্রবধূ কন্যার সাথে ঝগড়া হয় শাশুড়ি জহুরা বেওয়ার, এরপর থেকেই নিখোঁজ ছিলো জহুরা বেওয়া। আজ রবিবার সকালে বাড়ীর পাশের ডোবায় কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।